দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণের ক্ষেত্রে বিসিক একমাত্র সরকারি প্রতিষ্ঠান ।এ করপোরেশন ১৯৫৭ সালে এক সংসদীয় আইনের বলে তৎকালীন পূর্ব পাকিস্তান ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (ইপসিক) নামে প্রতিষঠা লাভ করে । স্বাধীনতা উত্তরকালে এ প্রতিষ্ঠান বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এ রুপান্তরিত হয় ।শিল্প সহায়ক কেন্দ্র বিসিক, শেরপুর উক্ত করপোরেশনের আওতাধীন জেলা পর্যায়ের কার্যালয় ।
দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের দ্রুত উন্নয়ণের মাধ্যমে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ক্ষুদ্র ও কুটির শিল্পখাতের অবদানকে উত্তরোত্তর বৃদ্ধি করাই বিসিকের কর্মকান্ডের প্রধান উদ্দেশ্য। বিসিক শিল্প সহায়ক কেন্দ্র, শেরপুর তারই একটি অবদান। শিল্প সহায়ক কেন্দ্রের সেবামূলক কার্যক্রম সমগ্র জেলায় বিস্তৃত রয়েছে। এছাড়া অত্র জেলায় ১৫ একর জমির উপর একটি স্বয়ং সম্পুর্ণ শিল্প নগরী চালু রয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS