Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
বিসিক অনলাইন পণ্য মেলা-২০২১, শেরপুর এর শুভ উদ্বোধন অনুষ্ঠান
Details
অদ্য ১৪-০৭-২০২১ খ্রিঃ তারিখে ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুম এর মাধ্যমে বিসিক জেলা কার্যালয়, শেরপুর এর আয়োজনে এবং উইম্যান এন্ড ই-কমার্স (উই) এর সহযোগিতায় বিসিক উদ্যোক্তা পরিবার, শেরপুর এর ফেসবুক প্ল্যাটফর্মে ১৫ (পনের) দিন ব্যাপী বিসিক অনলাইন পণ্য মেলা-২০২১ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ মোশতাক হাসান, এনডিসি (অতিরিক্ত সচিব), চেয়ারম্যান, বিসিক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব মুহাম্মদ আতাউর রহমান ছিদ্দিকী, পরিচালক (সরকারের উপ-সচিব), বিপণন, নকশা ও কারুশিল্প, বিসিক, জনাব মোঃ আব্দুল মতিন, (সরকারের উপ-সচিব), আঞ্চলিক পরিচালক, বিসিক, ঢাকা, জনাব অখিল রঞ্জন তরফদার, মহাব্যবস্হাপক (বিপণন), বিসিক, ঢাকা, জনাব নাসিমা আক্তার নিশা, প্রেসিডেন্ট, উইম্যান এন্ড ই-কমার্স (উই), জনাব আসাদুজ্জামান রওশন, সভাপতি, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, শেরপুর, জনাব মনিজা মাসুদ, সভাপতি, উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, শেরপুর, জনাব নাছরিন বেগম ফাতেমা, চেয়ারম্যান, জাতীয় মহিলা সংস্হা, শেরপুর, জনাব ইসহাক আলী মন্ডল, সভাপতি, নাসিব, শেরপুর। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্হাপক জনাব বিজয় কুমার দত্ত। এছাড়াও উপস্হিত ছিলেন বিসিক এর প্রানপ্রিয় উদ্যোক্তাবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনাব মোঃ আতাউর রহমান ফকির, সম্প্রসারণ কর্মকর্তা, বিসিক জেলা, কার্যালয়, শেরপুর।
সভায় উইম্যান এন্ড ই-কমার্স (উই), চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, জাতীয় মহিলা সংস্হা ও নাসিব এর প্রতিনিধিগণ করোনাকালীন সময়ে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শন ও বাজারজাতকরণের সহযোগিতায় বিসিক জেলা কার্যালয়, শেরপুর কর্তৃক আয়োজিত বিসিক উদ্যোক্তা পরিবার, শেরপুর এর ফেসবুক প্ল্যাটফর্মে ১৫ (পনের) দিন ব্যাপী বিসিক অনলাইন পণ্য মেলা-২০২১ এর সফলতা কামনা করেন।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Images
Attachments
Publish Date
14/07/2021
Archieve Date
14/08/2021