বিসিক জেলা কার্যালয়, শেরপুরে বিসিক এর উদ্ভাবনী উদ্যোগ মাঝারি, ক্ষুদ্র ও কুটির শিল্পের GIS ভিত্তিক অনলাইন ডাটাবেজ কর্মসূচির ডাটা এন্ট্রির উপর ২৬ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. তারিখে এক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এটুআই প্রোগ্রামের আওতাধীন ও কর্মসূচির আওতায় দেশের সমগ্র অঞ্চলের শিল্প প্রতিষ্ঠান ও কারু শিল্পের পূর্ণাংগ তথ্য সম্বলিত একটি অনলাইন ডাটাবেজ তৈরি হবে। এরই অংশ হিসেবে শেরপুর জেলার শিল্প প্রতিষ্ঠান ও কারুশিল্পগুলোকে অনলাইন ডাটাবেজে অন্তর্ভূক্তির লক্ষ্যে জেলার ডাটা এন্ট্রিতে নিয়োগপ্রাপ্ত ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের ডাটা এন্ট্রির প্রক্রিয়া ও এন্ট্রিকৃত ডাটার সঠিকতা যাচাই বাছাই সংক্রান্ত ধারণা প্রদানের পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে মতামত গ্রহণের জন্য এ ওয়ার্কশপ আয়োজন করা হয়। শেরপুর বিসিক কার্যালয়ের প্রধান জনাব বিজয় কুমার দত্ত এর সভাপতিত্বে ওয়ার্কশপে মূল আলোচক হিসেবে উপস্হিত ছিলেন কর্মসূচির উদ্ভাবক বিসিক এর প্রাক্তন কর্মকর্তা জনাব আব্দুস সাত্তার। ওয়ার্কশপে অনলাইনে সংযুক্ত হন কর্মসূচির প্রধান বিসিক এর পরিচালক (অর্থ) জনাব স্বপন কুমার ঘোষ ও কর্মসূচি বাস্তবায়ন কমিটির সদস্য-সচিব বিসিক শিল্পনগরী ও সমন্বয় শাখার ডিজিএম প্রকৌশলী জনাব নাসরীন রহিম। কর্মসিূচি প্রধান অনলাইনে সংযুক্ত হয়ে সকলের সাথে মতবিনিময়ের পাশাপাশি উদ্যোগটির গুরুত্ব বিশদভাবে তুলে ধরেন এবং বাস্তবায়নে সকলের সহযোগিতা আহবান করেন। একইভাবে কর্মসূচি বাস্তবায়ন কমিটির সদস্য-সচিব বিসিক শিল্পনগরী ও সমন্বয় শাখার ডিজিএম প্রকৌশলী জনাব নাসরীন রহিম কর্মসূচিটি অন্যান্য বিভাগে কিভাবে বাস্তবায়িত হচ্ছে তা বর্ণনা করেন এবং ডাটা এন্ট্রির মাধ্যমে ডাটা এন্ট্রি অপারেটরদের এ ডাটাবেজ হতে কিভাবে আয়ের পথ খুলে যাবে সে বিষয়েও ধারণা প্রদান করেন। কর্মসূচির উদ্ভাবক জনাব আব্দুস সাত্তার এর পরিচালনায় অনুষ্ঠিত এ ওয়ার্কশপে সঠিকভাবে দ্রুততার সাথে কিভাবে স্হানীয় শিল্পের তথ্য অনলাইন ডাটাবেজটিতে এন্ট্রি দেওয়া যায় সে বিষয়ে অপারেটরদের পূর্ণাংগ ধারণা প্রদান করা হয়। সে সাথে উদ্ভাবক তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসার উত্তর ও পরামর্শ প্রদান করেন। ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা সব বিষয়ে ধারণা পাওয়ায় সবাই খুশি হন এবং সকলেই দ্রুত জেলার শিল্পের তথ্য ডাটাবেজে অন্তর্ভূক্তির বিষয়ে আশ্বাস প্রদান করেন। শেরপুর বিসিক এর পক্ষ থেকে ডাটা এন্ট্রিতে নিয়োজিত অপারেটরদের বিসিক জেলা কার্যালয়, শেরপুর হতে সব ধরণের সহায়তার আশ্বাস প্রদান করা হয়। সেই সাথে জেলার সকল শিল্পোদ্যোক্তা ও কারুশিল্পীদের শিল্প প্রতিষ্ঠান স্হানীয় ডিজিটাল সেন্টারের মাধ্যমে ডাটাবেজে অন্তর্ভূক্ত করে নিজে লাভবান হওয়া ও শিল্পে পিছিয়ে পড়া জেলার শিল্পায়নে সহায়তার আহবান জানানো হয়। ওয়ার্কশপে বিসিক শেরপুর কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাগণ, স্হানীয় মিডিয়ার প্রতিনিধি, শিল্পোদ্যোক্তা ও সংশ্লিষ্ট সকলেই উপস্হিত ছিলেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS